রাজ্য সরকার ঘটা করে ব্যাংকের ছুটি ঘোষণা - মানুষকে বোকা বানানোর আর একটি উদাহরণ



আজ হঠাৎ দেখলাম ঘটা করে পশ্চিমবঙ্গ সরকার N. I. Act কোট করে এই সপ্তাহ থেকে সকল শনিবার ব্যাংকের ছুটি ঘোষণা করেছে আর আমাদের মহান এ বি পি আনন্দ সেটা ফলাও করে প্রচার করছে... 


বলছি আমাদের "এগিয়ে থাকা" দাদা দিদি রা, ঘন্টা খানেক লাগত না, শুধু একটু ক্যালেন্ডার টা নিয়ে বসলেই বুঝতে পারতেন যে এই অর্ডার টা পুরো ভাঁওতা বাজী... কেনো সেটা একটু বুঝিয়ে দি... আগামী শনিবার গুলো ভালো করে খেয়াল করুন...

1. 25.07.2020 - 4th Saturday - ব্যাংক এমনিতেই বন্ধ..
2. 01.08.2020 - ঈদ
3. 08.08.2020 - 2nd Saturday - ব্যাংক এমনিতেই বন্ধ..
4. 15.08.2020 - বলার দরকার নেই...
5. 22.08.2020 - 4th Saturday - ব্যাংক এমনিতেই বন্ধ...

অর্থাৎ কি দাঁড়ালো যে এই ঢপের অর্ডার টা না বেরোলেও আগামী 5 সপ্তাহের শনি রবি গুলো ছুটিই থাকতো... কিন্তু এই অর্ডার টা এমন ভাবে প্রচার করলেন যে পাবলিক ভর পেট খাবে... এমন কি খেয়েছেও... কতো লোক তো বলছেও যে এবার ব্যাংকের লোকেদের খুব মজা... ছুটি দিলো দিদি.... কত্ত ভাবে দিদি এদের জন্য... পুরোটাই বোগাস...


আসলে এই দেশে নোট বন্দি হোক বা মহামারী বা যে কোনো বিপর্যয়, সাধারণ মানুষ কে পরিষেবা দেওয়ার দায় তো ব্যাংকের... তাই একটা বড় অংশের মানুষের কাছেই ব্যাংক খোলা না থাকলে মনে হয় যে ব্যাংক এর কর্মচারী রা শুধুই ছুটি পায় আর মাইনে বাড়ানোর জন্য আন্দোলন করে ব্যাংক ধর্মঘট করে... কিন্তু শেষ 4 মাস যে ভাবে নিজের ও নিজের পরিবারের মানুষের জীবন বাজি রেখে আর প্রচুর টাকা খরচা করে এরা ব্যাঙ্কিং পরিষেবা সচল রেখেছে তাতে এবার একটু এই ছুটির অর্ডার টা দেখে উদ্বাহু হয়ে নৃত্য না করে নিজেদের প্রশ্ন করুন যে এদের কি একটুও সম্মান প্রাপ্য নয়...

আর মহান সাংবাদিক কুল একটু নিজের পেশার প্রতি সুবিচার করুন... ব্যাঙ্কের লোকজন কিন্তু চার মাস জান প্রাণ সব দিয়েছে... আপনাদের জান দিতে হবে না, শুধু নিজের বিবেক টুকু জাগান...

অন্য কোনো পেশা কে ছোট করছি না... কিন্তু এবার ব্যাংকের লোকেদের খুব মজা এটা বলার আগে একটু ভাববেন প্লিজ...

সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অকারণে বাইরে বেরোবেন না, অকারণে ঘুরতে এলাম এই ভাবে পাশ বুক টা দোলাতে দোলাতে ব্যাংকেও যাবেন না... ওনারা কিন্তু জরুরি পরিষেবা দিতে যাচ্ছেন, আপনার টা জরুরি হলেই তবেই যান...

*copied*

Post a Comment

0 Comments